সুনামগঞ্জ ট্যুরটা অনেক মজার ছিলো। বিশেষ করে ১০ জন বড় বড় ফ্রিল্যান্সারের সাথে আমি একজন অনলাইন কামলা।
তাহিরপুরের নীলাদ্রি লেকটা আসলেই গরীবের সুইজারল্যান্ড। এতোদিন শুধু ছবিতেই দেখেছিলাম। এইবার তা বাস্তবে দেখলাম। ছবিতে যেমন দেখা যায়। বাস্তাবে তার চেয়ে ভিন্ন। কাশ্মীরেরও একটা ফিল পাওয়া যায়। বিশেষ করে পিছনে ভারতের সুউচ্চ পাহাড়গুলোতে খুব কাছ থেকে মেঘের ছড়াছড়ি।
আর টাঙ্গুয়ার হাওরের পাশের গ্রামগুলো এতো সুন্দর যে বিশ্লেষন করাও অসম্ভব। হাওরে পানি, মাঝে গ্রামগুলো পিছনে আবার ভারতের সুউচ্চ পাহাড়গুলো তার উপরে আবার মেঘ।
বৃষ্টির কারনে ট্যুরটা টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রী লেক পর্যন্ত সীমাবদ্ধ ছিলো। কিন্তু সময় ও সুযোগ পেলে ঐদিকে আবার ট্যুর দিবো ইনশা আল্লাহ।
বিস্তারিত পরবর্তীতে লিখবো…