রোড টু ফাইভার চয়েজ!

🎯 ফাইভার চয়েজ অনেকটা সুন্দরবনে বাঘ দেখার মতো। কাকে কখন ধরা দিবে এটা কেউ বলতে পারবে না। কয়েকদিন আগে নিউজ দেখলাম একজন ফটোগ্রাফার শতবারেরও বেশি সুন্দরবন ঘুরে তারপর বাঘ দেখার মতো সৌভাগ্য হয়েছিলো।

🎯 ফাইভার চয়েস হচ্ছে গিগের জন্য ফাইভার প্রদত্ত একটি ব্যাজ। যেটি প্রতিটি কিওয়ার্ড ও ক্যাটাগরীতে কেবল একটি গিগে দেয়া হয়। বড় ক্যাটাগরির ক্ষেত্রে ৪ টা ফাইভার চয়েজ ব্যাজধারী গিগ থাকে।

🎯 ফাইভার চয়েস আমার ভাগ্যে ৩ বার ধরা দিয়েছিলো। ১ম বার দেড় মাসের মতো আমার কাছে থাকলেও ২য় বার এক সপ্তাহেই চলে গেছে, আবার ৩য় বার প্রায় তিন মাস ছিলো। ফাইভার চয়েস মূলত একটি গিগে কতদিন স্থায়ী থাকবে এটা ডিপেন্ড করে ঐ সেলারের সার্ভিস কোয়ালিটির উপরে। আপনি ফাইভার চয়েজ থাকাকালীন আপনার থেকে যদি অন্য কেউ বেটার সার্ভিস দেয় তখন আপনার থেকে নিয়ে সেই সেলারকে প্রদান করবে।

🎯 রিকুয়েটমেন্টঃ ফাইভার চয়েজ পাওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো রিকুয়েটমেন্ট নাই। তবে আমি যতদূর জানি এটা ফাইভার থেকে মেনুয়ালী দেয়। তারা আপনার প্রোফাইল, গিগ ও একাউন্ট সিনিয়রিটি ইত্যাদি রিভিউ করে ফাইভার চয়েজের যোগ্য হলে তখন সিলেক্ট করবে।

🎯 তবে ফাইভার চয়েজ যারা পেয়েছে সবসময় দেখেছি তারা লেভেল টু সেলার অথবা টপ রেটেড সেলার। সেক্ষেত্রে বলতে পারি ফাইভার চয়েজ পেতে হলে মিনিমাম লেভেল টু সেলার হতে হবে। এর বাইরে কোয়ালিটিফুল সার্ভিস, অন টাইম ডেলিভারি, কুইক রেসপন্স, গিগের প্রাইস, প্রাইভেট ফিডব্যাক, পাবলিক ফিডব্যাক ইত্যাদির ওপর ভিত্তি করেই মূলত ফাইভার চয়েজ ব্যাজ দেয়।

🎯 বেনিফিটঃ যেহেতু ফাইভার চয়েজ প্রতিটি ক্যাটাগরিতে হাজার হাজার সেলারের মাঝে মাত্র ১-৪ জন ফাইভার চয়েজ থাকে। তাই নিঃসন্দেহে সে তার ক্যাটাগরিতে একজন সেরা সেলার। ফাইভার চয়েজ গিগগুলোও মূলত সার্চ পেইজে অনেকটা উপরের দিকেই থাকে। আর যেহেতু ফাইভার থেকেই এই গিগ রিকমেন্ড করছে সেক্ষেত্রে ক্লায়েন্টরা সহজেই গিগটা পিক করে নেয়।

🎯 সেজন্য স্বাভাবিক সময়ের চেয়ে ফাইভার চয়েজ থাকাকালীন সময়ে অর্ডার ও আর্নিং এর সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে। আমি ফাইভার চয়েজ থাকাকালীন সময়ে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি অর্ডার কমপ্লিট ও আনিং করতে সক্ষম হয়েছি।

🎯 তাই ফাইভার চয়েজ পাওয়ার জন্য চেষ্টা করেন ক্লায়েন্টকে সবসময় আপনার বেষ্ট কোয়লিটির সার্ভিস প্রদান করতে। ফাইভার চয়েজ নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আমিও চেষ্টা করবো উত্তর দেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *