আমাদের কমিউনিটি গ্রুপগুলোতে অনেককেই দেখি হতাশা নিয়ে পোষ্ট দেন। অনেকেই আবার হতাশায় ফ্রিল্যান্সিং শুরু করার আগেই হতাশায় হাল ছেড়ে দেন। ভাই আপনাকেই বলছি! অনলাইনে ফ্রিল্যান্সিং একটা প্রফেশনাল পেশা। এখানে দুই-তিন মাস কাজ শিখেই লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখাটা বোকামি।
আমি ১৩-১৪ বছরের শিক্ষা জীবনে এইচএসসি পাশ করে যখন ডিগ্রীতে ভর্তি হলাম। তখনও নিজের প্রতি কোনো প্রতিভা খুঁজে পাইনি যে, যা দেখে কোনো প্রাইভেট কোম্পানী আমাকে ১০-১৫ হাজার টাকা স্যালারিতে জব দিবে। সরকারি চাকরী না হয় বাদ দিলাম…
ফ্রিল্যান্সিংটাও আমার কাছে অনেক চ্যালেঞ্জিং ছিলো। যখন শুরু করেছিলাম, কখনো মনে করিনি যে ৫-৬ মাস কাজ শিখলেই হাজার হাজার ডলার ইনকাম করে ফেলবো। তাছাড়া তো আমার প্রতিভার অভাব আছেই। তাই সবসময় বাসা থেকে এক-দেড় বছরেরই সময় নিয়েছি। তবুও মনে হয়নি যে, যেখানে ১৩-১৪ বছরেও কিছু করতে পারিনি সেখানে এক দেড় বছরেও কিছু করতে পারবো। শুধু নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি সবসময়।
একটা সময় আমিও প্রচুর হতাশ ছিলাম। মাথায় ছিলো “আমাকে দিয়ে কিছু হবে না”, আবার মনের মধ্যে একটু স্বপ্ন ও বিশ্বাস ছিলো। চেষ্টা চালিয়ে গেছি এজন্য হয়তো আজ এই বিষয়গুলো নিয়ে টুকটাক লিখতে পারছি।
একটা গল্প ফেসবুক ও ইউটিউবে স্ক্রল করলে অনেক সময় সামনে আসে। যেখানে দুই বন্ধু গুপ্তধনের আশায় মাটি খুঁড়ছে। দুইজনে সমান তালেই খুঁড়লেও যেখানে একজন একটি ডায়মন্ড পেলেও অন্যজন কিছু পায়নি। না পাওয়ার হতাশায় সে মাটি খুঁড়া ছেড়ে দিলো। অথচ আরো সামান্য খুঁড়লেই অনেকগুলো ডায়মন্ড ছিলো।
একটা গাছে ফল ধরার পূর্বশর্ত হলো সেই গাছটা রুপন করতে হবে। তারপর কয়েকবছর অপেক্ষা করতে হবে গাছটা বড় হওয়ার। তারপর গাছে ফুল দিবে, ফল আসবে, ফলটা পাকতে হবে, তারপর খাওয়ার উপযোগ্য হবে। তাই জাস্ট এটাই বলবো, রিজিক যেহেতু আল্লাহর হাতে তাই হতাশ হইয়েন না! চেষ্টা করুন, আরো বেশি চেষ্টা করুন, একটু অন্যভাবে চেষ্টা করুন, আপনার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে ইনশা আল্লাহ…